পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজাউল হত্যা মামলার প্রধান আসামী কোয়েল গ্রেপ্তার

0

পাবনা প্রতিনিধি : চাঞ্চল্যকর পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলাম এর হত্যা মামলার আসামী কোয়েলকে (৩০) মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারেন, ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী পাকশী মেরিনপাড়া এলাকায় নিজ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে পুলিশ ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুর্ধর্ষ কোয়েলকে গ্রেপ্তার করা হয়। জি আর নং- ৩৫৯/১৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনার কোড ওয়ারেন্ট মুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ই অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়। ৪ অক্টোবর সন্ধ্যা ৭ টার পর হতে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনসেটটিও বন্ধ ছিল। রাতভর অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। পরে তদন্তের পর কোয়েলকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.