ঈশ্বরদীতে বিশ্বাস ফাউন্ডেশনের আয়োজনে সেলিম বিশ্বাসের ঈদ পন্য সামগ্রী বিতরণ
এস এম রিমন হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারী করোনা ভাইরাসে কর্মহীন বেকার হয়ে পড়া গরিব, অসহায় ও মাঝে ২০০ শত পরিবারের মাঝে ঈদ পন্য সামগ্রী বিতরণ করেছে বিশ্বাস ফাউন্ডেশন।
ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাসের উদ্যোগে গত শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলার বড়ইচারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুঃস্থ ও অসহায় এসব পরিবারের মাঝে ঈদ পন্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধান ও প্রধান সমন্বয়ক ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা ও ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
বড়ইচরা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাষ্টার, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুল হক মালিথা, উপজেলা চাউলকল মালিল সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম বিশ্বাস, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আলোক বিশ্বাস, যুবলীগ নেতা কামাল বিশ্বাস, সোহেল বিশ্বাস, শামিম বিশ্বাস, জসিম বিশ্বাস, মিনারুল বিশ্বাস, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম। এসময় বক্তারা এই মহামারির সময় সকলকে সামাজিক দুরুত্ব বজায় রাখা সহ মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। তারা বলেন, বিশ্বাস ফাউন্ডেশন বিগত দিনেও গরীব ও অসহায়দের পাশে ছিলো, আগামী দিনে আরও বড় পরিসরে এসব মানুষের পাশে দাঁড়াবে।