নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না !

0

পাবনা প্রতিনিধি : ফজরের নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না হাজী বাচ্চু মোল্লা (৫৬)। সোমবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া রেলওয়ে লেবেল ক্রসিংয়ের সামনে। নিহত হাজী বাচ্চু মোল্লা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পান্নাথপুর গ্রামের মৃত হাজী কোরান মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, নাটোর থেকে কুষ্টিয়া অভিমুখী তামাক বোঝায় ট্রাকটি রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাজী বাচ্চু মোল্লা নিহত হয়। এসময় স্থানীয় জনগন তামাক বোঝায় ট্রাকটি আটক করে। ড্রাইভার কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ হেলপারসহ তামাক বোঝাই (কুষ্টিয়া মেট্রো ট-২৭৪৯) ট্রাকটি আটক করে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: শফিকুল ইসলাম জানান, সুরতাহাল শেষে ওই পথচারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, নিহত বাচ্চু মোল্লা দাশুড়িয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.