তিনদিন ঘরে থাকার প্রতিশ্রুতিতে পাবনায় ভ্যানচালকদের মাঝে চাউল বিতরণ

0

পাবনা প্রতিনিধি : লকডাউন কার্যকর করার লক্ষে তিনদিন ঘরে থাকার প্রতিশ্রুতিতে পাবনার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৭৫ জন ভ্যান চালক ও গরীব, দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রী কলেজ মাঠে চাউল বিতরণ উদ্বোধন করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ট্যাগ অফিসার আলমগীর কবির, বাজার বনিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল করিম মৃধা, ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক আহম্মেদ, আর-আতাইকুলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ছাব্বির বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আর আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, করোনার দু:সময়ে এই খাদ্যসামগ্রী গরীব, দুস্থ অসহায় ভ্যানচালকদের কিছুটা হলেও সাহায্য হবে। সরকারে দেওয়া বিধি নিষেধ মেনে চলতে হবে তাহলেই এই করোনা ভাইরাস থেকে সবাই রেহাই পাবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.