অতিবৃষ্টিতেই পাকা সড়ক নদীগর্ভে বিলিন

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা দড়িপাড়া পাকা সড়কের ৫০০ ফুট মৃগী নদীতে বিলিন হয়েছে । পাঁচ পরিবার ও দুই একর ফসলের জমি নদীতে মিশে গিয়েছে । অতিবৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য ঐ জায়গায় একটি পাইপ বসানো ছিল ।হঠাৎ বৃষ্টি পাতের পানি এসে ৫০০ ফুট ভেঙ্গে নদীতে চলে যায় । ক্ষতিগ্রস্থ সড়কের ভাঙ্গনে ৫০০ শতাধিক পরিবার যাতায়াত করতে পারছেনা ঐ সড়ক দিয়ে । বুধবার নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেছেন ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.