পাবনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৯

0

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ও ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা মারা যান। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৬ জন রোগী ভর্তি রয়েছে। একদিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ২ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ৩ জন। এছাড়াও সদরে আরও ৩ জন উপসর্গে মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন- পৌর এলাকার আটুয়া মহল্লার সাদেক আলীর ছেলে আব্দুল মালেক (৬১), বেড়া পেচাকোলার আব্দুল জব্বারের স্ত্রী অনুফা আক্তার (৬০), আতাইকুলা চড়াডাঙ্গার রেজাউল করিম (৫০), সদরের মালিগাছা বাজারের ঝাল মুড়ি ও চটপট্টি বিক্রেতা আলম হোসেন (৫০), পাবনা কলেজের শিক্ষিকা শামিমা আক্তারের মা ঈশ্বরদী পাকশির বাসিন্দা তাসলিমা বেগম (৭০)। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে মারা যাওয়া ১ জন ও উপসর্গে মারা যাওয়া ২ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২২ শতাংশ। ১ লক্ষ ৩৪ হাজার ৯২৯ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৬০৬ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৭৭ জন। প্রায় ৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৭৯ দশমিক ৯৩ শতাংশ। মৃত্যুর হার শুন্য দশমিক ৩২ শতাংশ।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক কেএম আবু জাফর জানান, করোনা সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তিও কমে গেছে। জনগণের মধ্যেও কিছুটা সচেতনতা আসছে। সবাই যদি স্বাস্থবিধি মেনে চলাচল করে তাহলে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.