পাবনার উগ্রগড়ে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তার উদ্বোধন করলেন- সাংসদ গোলাম ফারুক প্রিন্স

0

পাবনা প্রতিনিধি: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন থেকে নেই। যে পরিস্থিতি মানুষ খুব বিপদ মুখে আছে,ঠিক এমন সময়ও এই বিপদী মানুুষ থেকে দুরে নেই সরকার। সব সময় সরকারের নির্দেশনায় স্থানীয় সাংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অবিরাম দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের উগ্রগড় এলাকায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা রাস্তার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এমপি গোলাম ফারুক প্রিন্স আরো বলেন,এই মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্কতার সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি বিধি নির্দেশ মেনে চলতে হবে। আর সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করে বাইরে যেতে হবে।

এ সময় উপস্থি ছিলেন আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমান,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, আরটিভি ও আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,আমাদের সময় এর জেলা প্রতিনিধি সুশান্ত,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মাস্টার,বৃষ্ণপদ হোর, যুবলীগ নেতা রফিকুল ইসলাম বকুল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.