নিজ দায়িত্ববোধ থেকেই মাস্ক পরিধান করতে হবে — পাবনা জেলা প্রশাসক

0

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, বিশ্বের সর্বত্র করোনা প্রকোপে বিধ্বস্থ। বর্তমান সরকার যথাসাধ্য চেষ্ঠা করছে করোনার প্রকোপ মোকাবেলায়। এই মহামারি মোকাবেলা করতে জনগণকে দায়িত্বশীল হতে হবে। করোনা মোকাবেলায় মাস্ক এর ব্যবহার নিশ্চিত করতে হবে। জনসমাগম পরিহার, সামাজিক দুরুত্ব রক্ষা, হ্যান্ড স্যানেটারাইজ সহ প্রয়োজনীয় কাজ করতে হবে। নিজেকে এবং অন্যকে সুরক্ষায় মাস্ক ব্যবহার খুবই জরুরী। মাস্ক পরিধান নিশ্চিত করতে পাবনার দায়িত্বশীলদের ভুমিকা রাখতে হবে। নিজ দায়িত্ববোধ থেকেই মাস্ক পরিধান করতে হবে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে করোনা ভাইারাস বিস্তার রোধে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। সহকারী কমিশনার সাইফুল ইসলাস এর সঞ্চলনায় কর্মশালায় অংশ গ্রহন করেন পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজ আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহাত মান্না, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. তানভির ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। কর্মশালায় করোনা বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি, সরকারি কর্মকর্তা, মসজিদের ঈমাম, সাংবাদিকদের ভুমিকা নিয়ে আলোচনা হয়। ১৬২৬৩, ৩৩৩, ৯৯৯ এসব নম্বরে সহযোগীতা পাওয়া যাবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.