নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার ও ৩টি বলগেটসহ ১৮জনকে আটক

0

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা ও তিতাস নদীর মোহনা চরলাপাং থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে আজ রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ড্রেজার ও ৩টি বলগেট জব্দ করেছেন। এ ঘটনায় জড়িত ড্রেজারের ইঞ্জিন চালকসহ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।

অভিযান শেষে আজ রবিবার বিকেলে তিতাস নদীর পাড়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক স্থানীয় সাংবাদিকদের বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রায় সময়ই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন,নবীনগরের সিমানায় অবৈধভাবে বালু উত্তোলন করতে কাউকে দেওয়া হবেনা। অবৈধভাবে বালু উত্তোলনের কারনে নবীনগর উপজেলার নদী তীরবর্তী অসংখ্য গ্রাম, শতশত এশর ফসলী জমি ও বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নবীনগর উপজেলার পরিবেশ ও ভারসাম্য রক্ষার জন্য আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন, নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ ও ওসি তদন্ত নুরে আলম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.