পাবনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানের জরিমানা

0

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সদর থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানের জরিমানা । আজ ৭ সেপ্টেম্বর, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বানিজ্য মন্ত্রনালয়, পাবনা জেলা কার্যালয়, পাবনা এর সহযোগীতায় পাবনা সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর, ৪২, ৪৩ ধারায় ১। হ্যাপি ফুড এন্ড বেভারেজ, নলদাহ বাজার, পাবনা, প্রতিষ্ঠানের মালিক সৌহার্দ বশাক সুমন (৩৬), পিতা- স্বপন বসাক, সাং- শালগাড়িয়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ও ২। লিপি ফুড ফুড এন্ড বেভারেজ রামানন্দপুর পাবনা, প্রতিষ্ঠানের মালিক মোঃ ফরহাদ আক্তার (৫৫), সাং-পূর্ব গাছতলা, রামনন্দপুর, পাবনাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সমস্ত ভেজাল, মেয়াদবিহীন, অননুমোদিত কেমিক্যাল এবং কৃত্রিম রং সম্পন্ন খাবার খাওয়ার দরুন দেশের শিশুরা হার্ট, কিডনি, লিভার এবং ফুসফুস সহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ভবিষ্যতে এধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.