কাপ্তাইয়ে গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত দ্বিতীয় ডোজে ২৮৫৫ জনকে দেওয়া হলো

0

মাহফুজ আলম , কাপ্তাই (রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে টিকাদান কেন্দ্রে গুলোতে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা হতে করোনার ২য় ডোজের গণটিকা প্রদান কার্যক্রম একযোগে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯ টা হতে কাপ্তাইয়ের ৫ ইউনিয়নের ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৮শত ৫৫ জনের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কাজে সহযোগীতা করার জন্য ৬ জন স্বাস্থ্য কর্মী ও ৯ জন কাপ্তাই উপজেলা স্কাউটস, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি স্কুল , ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী ইউনিয়ন পরিষদ, ৩নং চিৎমরম ইউনিয়নের চিৎমরম ইউনিয়ন পরিষদ, ৪নং কাপ্তাই ইউনিয়নের কাপ্তাই ইউনিয়ন পরিষদ এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় সহ এই ৫টি কেন্দ্রে গনটিকার সিনোফার্মার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.