শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে- রনজিত কুমার রায় এমপি

0

যশোর প্রতিনিধি : যশোর-৪ আসনের এমপি রনজিত কুমার রায় বলেছেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহন করতে হবে। দীর্ঘ দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সরকারীভাবে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা পড়ালেখার বাইরে ছিল। ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের সে ক্ষতি পুষিয়ে দিতে শিক্ষকদের আরো বেশি আন্তরিক হতে হবে।

বর্তমান সরকার শিক্ষাবান্দব সরকার। তাই সরকারি বিধি ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও অন্যান্য কার্যক্রম চালু করতে হবে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নওয়াপাড়া পৌরসভার মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় অফিসকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে শিক্ষক আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নওয়াপাড়া পৌর মহিলা যুবলীগের সভাপতি ডাঃ মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফফার

বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শহি দুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগনেতা বীর মুক্তিযোদ্ধা দুলাল অধিকারী, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, মহাকাল কলেজিয়েট স্কুলের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব হোসেন, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, হালিমা বেগম, যুবলীগ নেত্রী রুনা পারভীন, রথখোলা মন্দির কমিটির সভাপতি মন্টু ঘোষ, শিক্ষক-কর্মচারী ও এলাকার সুধীজন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.