চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার বাগানপাড়ার একটি বাড়িতে ভেজাল বিরোধী যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব । অভিযানে জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী। আজ বৃহস্পতিবার বিকালে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। পরে নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে গুদাম মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, শহরের বাগানপাড়ায় এক পুলিশের বাড়িতে ভাড়া থাকেন গোলাম মোস্তফা । সে দীর্ঘদিন ধরে নকল প্রসাধনী মজুদ করে ব্যবসা করে আসছিলো। এ সংবাদের ভিত্তিতে র্যাব তার বড় বাজারের মুন সুপার মার্কেটে অভি-অনিক এন্টারপ্রাইজে দোকানে অভিযান চালায়। সেখান থেকে কিছু নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির গুদাম থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল প্রসাধনী। পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় গুদাম মালিক গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।