এমপি নুরুজ্জামান বিশ্বাসের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি : এমপি নুরুজ্জামান বিশ্বাসের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী ইউনিটের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ঈশ্বরদী শহরের আইডিইবি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা ৪ আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছিল তেমনি মুক্তিযোদ্ধার সন্তানদের দেশের অর্থনৈতিক ও সার্বিক মুক্তি আনতে হবে। সকল অপশক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী, মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের সন্তানদের একসাথে কাজ করতে হবে। এই সময় তিনি ঈশ্বরদী আটঘরিয়ার সকল উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। জামাত বিএনপির, রাজাকার আলবদরও বর্তমান সময়ের রাজাকারদের সতর্ক করে বলেন কোন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধা গ্রস্ত করতে পারবে নাহ,ইনশাআল্লাহ আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিবো। দলে কোন রাজাকারের সন্তান প্রবেশ করতে নাহ পারে সেই দিকে সবাইকে সর্তক থাকতে বলেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী ইউনিটের সভাপতি আব্দুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার গােলাম মােস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী ইউনিটের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক শামীম, পাকশী ইউপনিটের সভাপতি পলাশ আহমেদ পলাশ, মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান,আবুল কালাম। এসময় বীর মুক্তিযোদ্ধাগন, তাদের সন্তান ও পরিবারপরিজন, সাংবাদিক, আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.