চিরিরবন্দরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধি : আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়,চলতি মাসের ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ১০ দিন ব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণটি। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলো উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের ৫টি গ্রামের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা।

১০ দিন প্রশিক্ষণ শেষে আজ সকাল ১১ ঘটিকায় অমরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে সকল সদস্যদের উপস্থিতিতে সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,দিনাজপুর জনাব, মোঃ হাচান আলী। এছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মোঃ হেলাল সরকার,চিরিরবন্দর আনসার অফিসার (ভারপ্রাপ্ত) জনাব, মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা আনসার প্রশিক্ষিকা মোছাঃ সালমা খাতুন, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং চিরিরবন্দর আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অনান্য অতিথিরা ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরিশেষে, প্রধান অতিথি মহোদয় সকল ভিডিপি সদস্যদের হাতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.