বিপুল পরিমান নকল এসএমসির ওরস্যালাইন ও তৈরির মেশিন সহ একজন কে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ

0

পাবনা প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর থেকে এসএমসির বিপুল পরিমান নকল ওর স্যালাইনও স্যালাইন তৈরির মেশিন সহ একজন নকল কারক অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনার ডিবি পুলিশ। ১৫ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় প্রচুর নকল ওর স্যালাইন ও স্যালাইন তৈরির মেশিন।

উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতার কৃতকে নিয়ে আজ বিকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত জুন মাসে পাবনার সাঁথিয়াতে এই নকল স্যালাইন কারখানার সন্ধান লাভ করে পুলিশ। সেই সূত্র ধরে মুল হোতাকে গ্রেফতার কেরানিগঞ্জ, ডেমরা সহ নানা স্থানে অভিযান পরিচালনা করেন তারা। এর পরে অনেকটা নিশ্চিত হয়ে টাঙ্গাইলে অভিযান চালায় পাবনা ডিবি পুলিশ। গ্রেফতার করা হয় নকল স্যালাইন তৈরি কারখানার মালিক ও মুল হোতা আলমগীর হোসেন কে। গ্রেফতার কৃত আলমগীর টাঙ্গাইলের নাগপুরের শামসুদ্দিনের ছেলে।

সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপি এম পিপি এম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত লেলিন, ডিবির ইনচার্জ ফরিদ হোসেন, এসএমসির রাজশাহী জোনের ম্যানেজার হাবিবুর রহমান, সিনিয়র টেরিটরি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, এমন ভাবে নকল স্যালাইন টি তৈরি করা হয়েছে,যা দেখে ক্রেতা কোন ভাবেই বুঝতে পারবেন না কোন টা আসল আর কোনটা নকল। তবে উদ্ধার কৃত নকল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আর কোন উপাদানই নেই। সেখানে পটাশিয়াম, ড্রাইক্লোরাইড ও গ্লুকোজের কোন অস্তিত্ব নেই। সকল বিক্রেতাকে এসএমসির নিজস্ব প্রতিনিধি ছাড়া অন্য কারো কাছ থেকে ওর সালাইন না কেনার জন্য অনুরোধ জানানো হয় এসএমসির পক্ষ থেকে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.