পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ড্রাইভিং কোর্সের নতুন গাড়ী উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন- সাংসদ গোলাম ফারুক প্রিন্স

0

পাবনা প্রতিনিধি :পাবনায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সেইপ প্রকল্পের অর্থায়নে ৪মাস মেয়াদী মটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের নতুন গাড়ী উদ্বোধন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ ১৭ আগস্ট সোমবার দুপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় অর্ধকোটি মূল্যের এ নতুন গাড়ীটির উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।পরে তিনি আগত অতিথিবৃন্দদের সাথে নিয়ে মুজিববর্ষে পরিবেশ সংরক্ষণে কলেজ চত্তরে বৃক্ষরোপণ করেন।অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিয়ার মো. জমিদার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, বাংলাদেশ আওয়মী যুবলীগ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি মো. শরিফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক মো. হীরক হোসেন, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান রকি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন ট্রেডের চীফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.