শেখ হাসিনাকে সমূলে ধ্বংসের পরিকল্পনা করেছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি -পাবনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে প্রতিবাদ ও আলোচনা সভায়-এমপি প্রিন্স

0

পাবনা প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে আজ ২১ আগস্ট শুক্রবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার নিহত বীর শহিদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরনণ তাঁদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স । এসময় আরো উপস্থিত ছিলেন,পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি,পাবনা  জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দিবসটি পালনে জেলা যুব মহিলালীগ,যুবলীগ,ছাত্রলীগ, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আলাদা আলাদা কর্মসূচী গ্রহণ করে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্বরোচিত ও ন্যাক্কারজনক এই গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিই ছিল উপযুক্ত শাস্তি। স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সভাপতি তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে সমূলে ধ্বংসের পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.