সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পাবনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

0

পাবনা প্রতিনিধি ॥ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পাবনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরের সামনে এ কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি চন্দন কুমরা চক্রবর্র্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডুর পরিচালনায় বক্তব্য দেন কলামিষ্ট একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র ।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল ঘোষ, পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষ ভদ্র, সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সমিরন সাহা, সাধারণ সম্পাদক গোপাল চক্র বর্ত্তী, পৌর শাখার সভাপতি স্বাধীন বিশ্বাস, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু, জেলা শাখার সভাপতি অলক দাস,সিনিয়র সহ-সভাপতি কলিট তালুকদার, উজ্জল দাসসহ অনেকে।

কর্মসূচি চলাকালে একাত্বতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. আব্দুল আহাদ বাবু, সাপ্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ কমিটির আহবায়ক আব্দুল্লা আল মামুন। মানববন্ধন অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে জয়কালিবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। এদিকে একই দাবীতে সকালে শহরের আব্দুল রোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে হিন্দু যুব ও ছাত্র মহাজোট সদর উপজেলা শাখা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.