নীলফারীর ডোমারে হরিনচড়ায় নৌকার মাঝি হতে চায় রাসেল রানা

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী, প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়নে যদিও তফসিল ঘোষনা হয়নি, নিজ উদ্যোগে তৃনমুল পর্যায়ে ব্যাপক গনসংযোগ কার্যক্রম শুরু করেছেন রাসেল রানা। ইতিমধ্যেই তিনি হরিনচড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সর্বস্তরের মানুষকে নিজের পক্ষে নিতে উঠান বৈঠক শুরু করেছেন।কয়েক বৎসর ধরে নিজ উদ্দ্যেগে অবহেলিত মানুষের মেয়ে বিবাহ দেয়া সহ ইউনিয়নে ব্যক্তিগত, সমষ্ঠিগত, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে নিজ সাধ্যমত সহযোগিতা করে নির্ভীক পর-উপকারী হিসাবে পরিচিতি লাভ করেছেন রাসেল রানা। তিনি হরিনচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের উদিয়মান একনিষ্ঠ কর্মী।

তার নানা মুখী সামাজিক, সেবা, উন্নয়নমুলক কর্মকান্ডে ইউনিয়নে সর্বস্তরের মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন।এবিষয়ে কথাহলে রাসেল রানা বলেন আমি আওয়ামীলীগের একজন শুধু কর্মী হতে চাই। ইতিমধ্যেই তিনি পাড়ায় মহল্লায় নিয়মিত উঠান বৈঠক, গারীব দুঃখী মানুষের সাহায্য প্রদান সহ পাড়ায়,মহল্লায় প্রতিনিয়ত মতবিনিময়,আলোচনা সভা করে যাচ্ছেন, নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।রাসেল রানা একজন শিক্ষিত, মার্জিত, সৎ ও যোগ্য ব্যক্তি। সরেজমিনে ঘুরে জানা যায় ৯নং ওয়ার্ডের শ্যামল শর্মা, হংসরাজ গ্রামের সুজন রায়, হড়িহড়া গ্রামের এছাহাক আলী, তরুন প্রজন্ম সহ,হরিনচড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মুখে আওয়াজ উঠেছে আওয়ামী লীগের নৌকার কান্ডারী হিসাবে রাসেল রানা কে প্রার্থী চাই।রাসেল রানা নৌকার প্রার্থী হলে জয় সুনিশ্চিত হবে দলমত নির্বিশেষে হরনিচড়া ইউনিয়ন বাসী মনেকরে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.