পাবনায় বিনম্র শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত

0

পাবনা প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচীর মধ্যদিয়ে পাবনায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করে। সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন করেন। এরপর বেলা ১১ টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এ সকল কর্মসুচীতে অংশগ্রহন করেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়সমিন জলি এমপি, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন প্রমূখ। দিবসটি উপলক্ষে সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ এম মনসুর আলী কলেজে দিবসটি উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালিত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.