অল ইন ওয়ান প্লাটফর্মের ভোক্তা অধিকার আইন ও উদ্যোক্তাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি : ভোক্তা অধিকার আইন ও উদ্যোক্তাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে মিডিয়া সেন্টারে অল ইন ওয়ান প্লাটফর্ম-একের ভিতরে গ্রুপের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অল ইন ওয়ান প্লাটফর্মের উপদেষ্টা কামরুন্নাহার লুনা, উপদেষ্টা আয়শা ইরা, এডমিন সুমাইয়া ইসলাম, উদ্যোক্তা অনুজা সাহা এ্যানি ও আলহামরা কনক। গ্রুপের চীফ এডমিন শিক্ষক নাজনিন খান কেয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এডমিন জামিল আহমেদ। পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান ও উপদেষ্টা কামরুন্নাহার লুনাকে ফুল দিয়ে বরণ করেন উপদেষ্টা আয়শা ইরা ও সুমাইয়া ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ও তাদের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেনিফার নাসরিন ডলি, রোকসানা ইসলাম, জিনিয়া শারমিন রুলি, জাকিয়া মিতালী মিতু, আসমা আক্তার খুকি, রত্না আমিন, সেতু ইসলাম, রিজিয়া সুলতানা রিনি, চুমকি, মাহমুদা সজিব, খাদিজা খাতুন, মাহমুদা আক্তার জুথি, ফারজানা রহমান, সারজানা হক, গুলনাহার, মারিফা আক্তার, আব্দুল্লাহ আল মামুন, সালমা পারভীন, ফাহমিদা ফাইজা খানম, নিশি, ফারহানা রহমান, মাসুমা আক্তার, কেয়া ইসলাম, ইমতিয়াজ আহমেদ, খান মনা, সৌরভ প্রমুখ। পৌর মেয়র উদ্যোক্তাদের সততার সাথে কাজ করার আহবান জানান এবং উদ্যোক্তাদের সকল সহযোগীতা করার আশ্বাস জানিয়ে বলেন, উদ্যোক্তা মেলা সফল করতে সার্বিক সহযোগীতা করা হবে। পরে অল ইন ওয়ান প্লাটফর্ম গ্রুপের ২৫ হাজার সদস্য পূর্তি হওয়া উপলক্ষে পৌর মেয়র ও তার মিসেস সেলিব্রেশন কেক কাটেন ও সকলকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন সকল উদ্যোক্তার সাথে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.