চেয়ারম্যান হতে নয় সেবক হতে চাই নির্বাচনী গণসংযোগে প্লাবন

0

তৌহিদ উদ দৌলা রেজা : সারাদেশে চলছে নির্বাচন উৎসব। মেহেরপুরে চলছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনী প্রচারণা। চতুর্থধাপে নির্বাচনী তফসিল ঘোষনায় আসতে মেহেরপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের নাম। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে নবগঠিত বারাদি ইউনিয়নের নেতা কর্মীরা। আওয়ামীলীগের নেতা কর্মীদের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) এর যুব জোটের মেহেরপুর জেলা সভাপতি নুর-উস-সাফা প্লাবন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। জাসদের ছাত্র রাজনীতি থেকেই সাধারণ মানুষের সমস্যা সমাধান করা। সাবেক পিরোজপুর ইউনিয়নে গিয়ে মানুষের হয়রানির প্রতিবাদ করা হলো তার প্রধান কাজ।সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করে সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার চিন্তা থেকেই তার নির্বাচন করে চেয়ারম্যান নয় মানুষের সেবক হতে চাই স্লোগানে এগিয়ে চলা। ছাত্র জীবন থেকেই শীতের কপড়, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজের মধ্যদিয়ে নিজ গ্রামসহ ইউনিয়নের সকল গ্রামেই তার গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে।তিনি পাশে দাড়িয়েছেন সকল দলমত ও শ্রেনী পেশার মানুষের পাশে। চষে বেড়াচ্ছেন ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত। আজ সন্ধ্যায় ০৯ নং ওয়ার্ডের সিংহাটী পূর্ব পাড়া এবং শিমুলতলা গ্রামের সর্বস্তরের জনগণ এর সাথে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন আপনাদের সকলকে সাথে নিয়ে একটি সচ্ছ জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই সেজন্য সকলের কাছে মশাল প্রতীকে ভোট প্রার্থনা করেন।এবং প্রতিশ্রুতি দিয়ে বলেন রক্ত দিয়ে শোধিব ঋণ, মশাল প্রতীকে ভোট দিন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.