দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাটলিয়ন ২৯ বিজিবি কর্তৃক ৫ কোটি ৬০ লক্ষ টাকার মাদক দ্রব্য ধ্বংস

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে আটককৃত ৫ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের অবৈধ্য মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে।

গত ১ নভেম্বর ২০১৯ হতে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ২১ মাসে সর্বমোট ৫ কোটি ৬০ লক্ষ মূল্যের অবৈধ্য মাদক দ্রব্য আটক করতে সক্ষম হন।আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি‘র ক্যাম্প মাঠে আনুষ্ঠানিক ভাবে মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ফুলবাড়ী সদর দপ্তরে ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ জাকারিয়া হোসেন, পিএসসি, জি, ডেপুটি রিজিয়ন কমান্ডার রংপুর রিজিয়ন। অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর মোঃ রাজু রহমান, দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান। স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্য প্রমূখ।

ধ্বংসকৃত মাদক দ্রব্য সমূহ- ভারতীয় ফেন্সিডিল ৫৭ হাজার ৯শত ৭৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫হাজর ৮শত ৪৯টি, গাজা ১শত ৯৫ কেজি,বিদেশী মদ ৪শত ৬৫ বোতল, বিয়ার ৯ বোতল, হিরোইন ২০ গ্রাম দেশী মদ ৩শত ৩৫ লিটার, যৌন উত্তেজক সিরাপ ২৬ হাজার ৬শত ৫৪ বোতল, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ২৫ হাজার ৮শত ৪৩টি, পাতা বিড়ি ৬শত ৭৩ প্যাকেট,আতশবাজী ৬শত ৪২ প্যাকেট, ভিটামিন বি ট্যাবলেট ৪ হাজার পিস।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.