পাইকগাছার পল্লীতে নদীতে খেলতে গিয়ে ভেসে গেছে এক শিশু

0

বিভাসেন্দু সরকার পাইকগাছা (খুলনা) থেকে :  খুলনার পাইকগাছার পল্লীতে দেলুটির ভদ্রা নদীর ভাংগন কুলের স্রোতে খেলতে যেয়ে অষ্টম শ্রেনীর এক শিশু ভেসে গেছে। সে উপজেলার দেলুটির তেলিখালী গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে নাম জাহান আলী (১৫)। মঙ্গলবার সকালে তেলিখালীর গোপী পাগলার একটা চিংড়ী ঘেরের বেড়ি বাঁধের ভাঙ্গন কুলের স্রোতের পানিতে তার আরেক বন্ধুকে নিয়ে খেলছিল। এর মধ্যে প্রবল স্রোতে জাহান আলীকে পাশের ভদ্রা নদীতে ভাসিয়ে নিয়ে যায় এবং তাৎক্ষনিক পানিতে ডুবে যায়। এখনও পর্যন্ত শিশুটি নিখোঁজ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনা স্থলে যান এবং দ্রুত পদক্ষেপ ও নির্দেশনায় খুলনা জেলা ফায়ার ব্রিগেড সার্ভিসের চৌকস ডুবুরি টিম উক্ত ভাঙন কবলিত স্থানে পৌছিয়ে নিখোঁজ জাহান আলী বিশ্বাসের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.