নাটোরে ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: প্রায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ ১১ ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। এই ক্যাম্পেইনে নাটোর জেলায় ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৬,৪৪২ জন শিশুদের খাওয়ানো হবে। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ক্যাম্পেইন উপলক্ষে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.