ডোমারে ট্রান্সমিটার চুরি,চরম বিপাকে কৃষক

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে ট্রান্সমিটার চুরির খবর জানাগেছে। ঘটনা ১১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে, উপজেলার হরিণচড়া শালমারা গ্রামের মৃত চন্দ্রমোহনের ছেলে অমল চন্দ্র রায়ের। কৃষিসেচ পাম্প মটারের ট্রান্সমিটার চুরি হয়েছে। অমল জানান আমি কয়েক বৎসর ধরে এই এলাকায় বোরো চাষাবাদের সময়ে ৩০ হতে ৩৫ জনকে পানি সেচ দিয়ে আসি।এবারে সঠিক সময়ে বোরো চাষাবাদে পানীসেচ দিতে প্রতিবন্ধকতাতৈরি হলো। ট্রান্সমিটার চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেল আমার। সামনের বোরো চাষাবাদে সেচ কিভাবে দেব তার কুলকিনারা পাচ্ছি না। এ বিষয়ে নীলফামারীর পল্লীবিদ্যুত সমিতির ডোমার শাখার ডি, জি, এম হেদায়েতুল্লার সাথে মুঠোফোনে কথা হলে জানান চুরির বিষয়টি আমি শুনেছি, তবে প্রশাসনের সাথে কথাবলে ট্রান্সমিটার চুরি রোধ করতে আইনি ব্যবস্থা, গ্রাহক ও সাধারণ মানুষকে সচেতন করতে আমারা পদক্ষেপ নেব। ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.