নাটোরে পুলিশের অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: বিজয় দিবস উপলক্ষে নাটোরে বাংলাদেশ পুলিশ থেকে অবসর গ্রহণকারী ৩০ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ লাইন্সের ড্রিল হাউজে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণের হাতে ফুল, শুভেচ্ছা উপহার ও খাবার তুলে দেওয়া হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং বীর প্রতীক মোঃ সোলায়মান। নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সুর্য সন্তান। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ কৃতজ্ঞ জাতি আজীবন স্মরণ করে যাবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ভাতার পরিধি বৃদ্ধি, তাদের চিকিৎসা, আবাসন, চাকুরীতে কোটা সুবিধা প্রদান, মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণকে সম্মান জানিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সুবিধা প্রদানের পরিধি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে বক্তারা উল্লেখ করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.