নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : পাট বোঝাই ট্রাকের নিচে পৃষ্ট হয়ে নুরনাহার(৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছেন।ঘটনা বৃহস্পতিবার রাত ৮টার সময় নীলফামারী জেলা শহরের কালীবাড়ি মোড়ে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। ট্রাকেটি এলাকাবাসী আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহত নুরনাহার জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। নিহতের দেবর ফরিদ আহমেদ জানান, ভাবি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ১ সপ্তাহ আগে ছুটি নিয়ে বাসায় আসে পূণরায় কর্মস্থলে যোদদান করার জন্য রাত ৮টা ১০ এ ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ বাসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় মোটর সাইকেলযোগে। এসময় উক্ত ঘটনাস্থলে পৌছালে ডোমার থেকে আসা পাট বোঝাই ট্র্যাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) ভুল পথ ধরে অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে আমার ভাবী ছিটকে পড়ে ট্র্যাকের নিচে পড়ে পৃষ্ট হয়ে মারা যান। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, ট্র্যাকটি আটক করা হয়েছে।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.