নীলফামারীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা মৃত্যু ৩

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে রেল দুর্ঘটনার সাথেই তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৬শে জানুয়ারী বুধবার সকাল সাত ঘটিকার সময় নীলফামারী দারোয়ানী অরক্ষিত লেভেল ক্রসিংনামক স্থানে সীমান্ত এক্সপ্রেস খুলনা থেকে আসা চিলাহাটি গামী ট্রেন
উত্তরা ইপিজেড গার্মেন্টস কর্মি শ্রমিক বোঝাই অটোকে রাস্তা পারাপারের সময় ধাক্কামারে, এতেই ঘটে দুর্ঘটনা, মেডিকেলে আনার পথে তিন জনের মৃত্যু ঘটে এরা হলো, রোমানা আক্তার (৩৫)সায়েরা বেগম (৩৩) শেফালী বেগম(৩৫) আহত ৫ জন তারা হলেন, মিনা পারভিন, নাসরিন আক্তার, কুলসুমা, অহিদুল ইসলাম, রওশন আরা । সবার বাড়ি সোনরায় সংঙ্গলশী ইউনিয়নে। ফায়ার সার্ভিসেস এর উপ-পরি চালক আমীর আলী জানান অরক্ষিত লেভেল ক্রসিং ও আজ ঘন কুয়াশায় ট্রেন দেখতে না-পাওয়ার কারনেএ দুর্ঘটনা ঘটেছে।যাত্রীরা সবাই গার্মেন্টস কর্মী। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রউপ একই মন্তব্য করেন, বলেন দুর্ঘটনার যাত্রীরা সবাই গার্মেন্টস কর্মী, সবাই কর্মস্থলে যাচ্ছিল। নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান এক জনের সাথেই মৃত্যু হয়, দুইজন মেডিকেল আনার পথিমধ্যে মৃত্যু ঘটে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.