এস এম কামালের ৬২ তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস

0

স্টাফ রিপোর্টার : আজ এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামালের ৬২ তম জন্মদিন। ১৯৬০ সালের ৩১ জানুয়ারি গোপালগঞ্জের, কাশিয়ানীর জোনাসুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই বিল্পবী সিংহ পুরুষ।

এস এম কামালের ৬২ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া ) আসনের মাননীয় সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের বিল্পবী সহ-সভাপতি, অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অন্যতম এস এম কামাল ভাই। বাংলাদেশ আওয়ামী লীগকে গ‌তিশীল কর‌তে সব সময় অব্যাহত থাকে যার প্রচেষ্টা। রাজনী‌তি‌তে সু‌খের সম‌য়ের বন্ধু অনেকে হয় কিন্তু বিপ‌দের মুহূ‌র্তে সংগঠ‌নের পা‌শে থাকাই যোগ্য কর্মীর কাজ, আর সেই কাজটিই বার বার করেন এস এম কামাল হোসেন। রাজনী‌তি‌তে উত্থান-পতন হ‌য়ে থা‌কে ত‌বে স‌ত্যিকা‌রের কর্মীরা সর্বদাই একই ভূ‌মিকা পালন ক‌রে।

বিপ‌দের মুহূ‌র্তেও যোগ্য নেতাকর্মীরা তা‌দের দা‌য়িত্ব ভু‌লে যায় না। যা এস এম কামালকে দেখেই বোঝা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এস এম কামাল হোসেনের রাজনীতির মূল পাথেয় হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, আর জননেত্রী শেখ হাসিনাই যার মূল অনুপ্রেরণা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.