পাবনায় জিপিএ-৫ পেয়েছে ৩৭৩৫ জন

0

পাবনা প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় এবারে পাবনা জেলায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৩৫ জন। মোট পাশ করেছে ১৯ হাজার ৫০৫ জন। অকৃতকার্য হয়েছে ৬৭৭ জন।

জানা যায়, এ বছর পাবনা জেলায় ৯ হাজার ৯৩৮ জন ছেলে পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১ হাজার ৪৭৬ জন। আর বিভিন্ন জিপিএ পয়েন্টে মোট পাশ করে ৯ হাজার ৪৭৮ জন। পাশের হার ৯৫.৩৭%।

মেয়েদের মধ্যে ১০ হাজার ২৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৯ জন। বিভিন্ন জিপিএ পয়েন্টে মোট পাশ করেছে ১০ হাজার ২৭ জন। পাশের হার ৯৭.৮৮%। পুরো জেলায় সার্বিক পাশের হার ৯৬.৬৫ %।

পাবনা জেলার মধ্যে সরকারী এডওয়ার্ড কলেজ, সরকারী শহীদ বুলবুল কলেজ, সরকারী মহিলা কলেজসহ জেলা ও উপজেলা পর্যায়ে বেশকিছু সরকারী ও বেসরকারী কলেজে সম্মানজনক ফলাফলসহ পাশের হার যথেষ্ট সন্তোষজনক।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.