পাবনার চাটমোহরে লালন একাডেমিতে বাউলদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ভক্তদের মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে লালন একাডেমীতে সাধকগুরু ফকির লালন সাঁই’র ভাব সঙ্গীত চলাকালীন সময়ে বাউলদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে ভক্তবৃন্দ ও কুলনাশা বাউল সঙ্গ’র আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে বলা হয়, লালন সাঁই’র সঙ্গীত চলাকালে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ধিক্কার জানাই, সঙ্গীত শিল্প ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই যেসব লোক বাউলদের উপর অতর্কিত হামলা করেছে তার তীব্র নিন্দা জানাই, প্রশাসনের মাধ্যমে এইসব হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির আওতায়আনার দাবি বাউল ভক্তদের।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা কুলনাশা বাউল সঙ্গ সভাপতি রাজীব বাউল, চাটমোহর লালন একাডেমির সহ-সভাপতি জাকির বাউল, উম্মদ বয়াতি, আজিজ ফকির, নিশান বাউল প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.