গনটিকার মেয়াদ বাড়ছে লক্ষ্যমাত্রার চেয়েও মানুষ বেশি পাবে কোরনার টিকা

0

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : গণটিকার মেয়াদ বাড়ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা কার্যক্রমের মে য়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) মুঠোফোনে সাংবাদিকদের এ কথা জানান ‍তিনি।

গত ২২ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে টিকা দেয়া কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারি যে এক কোটি ডোজ টিকা দেয়া হবে এর মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখনও টিকা নেননি। সব ইউনিয়নে টিকা দেয়া হবে। ওই দিন টিকার প্রথম ডোজের ওপর গুরুত্ব বেশি দেয়া হবে। ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজের ওপর গুরুত্ব কম দেয়া হলেও পরবর্তীতে এর স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে সীমিত পরিসরে। কেননা তখন অনেক মানুষকে দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজের টিকা দিতে হবে। তাই ২৬ ফেব্রুয়ারির পর দ্বিতীয় ও তৃতীয় বুস্টার ডোজ গুরুত্ব পাবে।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি প্রথম টিকা কার্যক্রম শুরু হলেও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়। গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে এক কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর,১৬ফেব্রুয়ারি মন্ত্রণালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি পর প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রাখা হবে। টিকা পেতে পৌঁছলেই নিবন্ধন বা এসএমএসের প্রয়োজন হবে না।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.