বান্দরবানের নিয়ন্ত্রণ হারিয়ে সাঙ্গু নদীতে পড়ে এক চালকের মৃত্যু
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সাঙ্গু নদীতে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে ।
বান্দরবান সদর ২ নং কুহালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাঙ্গা মুড়া, সোনাই ঝিড়ি নামক এলাকায় একটি মাহিন্দ্র গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের উঁচু থেকে থেকে নদীতে পড়ে চালকের মৃত্যু হয় ।
আজ ৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার সময় এই দূর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। নিহত মাহিন্দ্র চালকের নাম সিংনু মং মার্মা (৩০)। সে জামছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড, লাপাই মূখ পাড়ার ক্য মং মার্মার ছেলে।
এ বিষয়ে নিহতের পরিবারের সাথে কথা বললে তারা জানান, শিম ভর্তি মাহীন্দ্র গাড়ি ক্যামলং পাড়া হতে কুহালং এর দিকে যাওয়ার সময় সোনাইঝিড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড় থেকে সাঙ্গু নদীতে গরিয়ে পড়লে চালক সিংনু মং ঘটনাস্থলে মারা যায়।
২ নং কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চালক নিহত হয়েছে। পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।
বান্দরবান সদর থানার এস আই গোবিন্দ জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।
বর্তমানে সকলের সিদ্ধান্ত অনুযায়ী লাশটি সৎকারের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।