পাইকগাছায় রাস্তা খুঁড়ে ঢিলেতালে কাজ পানি জমে চলাচলে বিঘ্নিত জন দুর্ভোগ চরমে !

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় লস্কর বাইনতলা খেয়াঘাট হতে ভিলেজ পাইকগাছার মাদরাসা মোড় পর্যন্ত ১ কিঃমিঃ চলাচলের রাস্তা খুড়ে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার জনসাধারণ। এলাকাবাসীর অভিযোগ শেখ ফজলুর রহমান নামে এক ঠিকাদার ভিলেজ পাইকগাছা মাদরাসা মোড় হতে লস্করের বাইনতলা খেয়াঘাট পর্যন্ড ১কিলোমিটার রাস্তা দীর্ঘদিন খুড়ে রেখেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সংস্কার করছে দীর্ঘদিন ধরে ঢিলেতালে। রবিবার ভোর রাতে ভারি বৃষ্টিতে দফাদার মোড় হতে ভিলেজ পাইকগাছার মোমেন মোড়লের বাড়ি পর্যন্ত হাঁটুসমান পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে যাত্রীবাহী সকল যান চলাচলেও অযোগ্য। পথচারী সহ সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ভুক্তভোগি স্থানীয়দের অভিযোগ ঠিকাদারকে বার বার বলা সত্ত্বেও কাজ ঢিলে তালে করায় রাস্তার এ বেহাল অবস্থা। উপজেলা প্রকৌশলী সূত্রে জানা গেছে, বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১কোটি টাকা ব্যয়ে এ রাস্তটির কাজ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসী রাস্তাটি দ্রুত নির্মাণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ঠিকাদার ফজলুর রহমান জানান, বালির সংকট রয়েছে। রাস্তার এক মাথায় বালি দিতে বাকী আছে। আগামী কাল থেকে বাকী রাস্তাতে বালি দেওয়া হবে। খুব তাড়াতাড়ি রাস্তাটি নির্মাণ কাজ শেষ করব। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি আশা করি দ্রুত সমাধান হবে । জনদুর্ভোগ কমাতে এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবী জানিয়েছেন ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.