নীলফামারীতে বৈদ্যুতিক শকে চিতা বাঘের মৃত্যু

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়নে মুরগ খেতে এসে এক চিতাবাঘের মৃত্যুর খবর জানা গেছে। ১৮ ই মার্চ শুক্রবার ভোর ৫ টার সময় সদর গোড়গ্রাম ইউনিয়নের অলিয়ারের মুরগির ফার্ম লক্ষির বাজার নামক স্থানেএই ঘটনা ঘটে।ফার্ম মালিক অলিয়ার জানান মুরগী চুরি ঠেকাতে রাতে ফার্মের চারিদিকে তারের বেড়ার সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখি, এ অবস্থায় দুটি চিতাবাঘ মুরগি খেতে আসলে একটি বৈদ্যুতিক শকে মারা যায়, অন্যটি গর্জন করে লাভ দিয়ে ভুট্টা খেতে ঢুকে পড়ে। বাঘ দেখতে আসা উৎসুক জনতা ভুট্টা খেত ঘেরাও দিয়ে খুঁজেতে থাকেপরিশেষে বাঘের খোজ না পেয়ে মানুষের মনে এখন এক আতংঙ্ক বিরাজ করছে। তবে দেখতে আসা অনেকেই বলছেন লোকালয়ে দুটো বাঘ আসলো কোথা হতে। এলাকাবাসীই আমাকে জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.