নকলায় ১৯ কোটি টাকার রাবার ড্যাম কোন কাজে আসছেনা, অবৈধ্য বালু কারবারিরা পরিবেশ ধবংস করে বালু উত্তোলন করছে

0

নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা তারাকান্দা ভোগাই নদীর উপর ২২০ মিটার একটি সেতু নির্মান করা হয়। পাশে বসানো হয় রাবার ড্যাম ৫ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পুর্ণ রাবার ড্যামটি ১৯ কোটি টাকা ব্যায়ে ২০১৪ সালে নির্মাণ করা হয়েছে । কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নির্মাণ করে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এল ই জি ই ডি শাখা নির্মাণ করা রাবার ড্যাম প্রথম বার চালু হলেও দীর্ষ ৭ বছর যাবৎ রয়েছে অকেজো অবস্থায় ।

রাবার ড্যাম নির্মাণ করার উদ্দেশ্য ছিলো আশে পাশের ৫ শতাধিক কৃষক পরিবারের কৃষি পণ্য উৎপাদনের সেচ সুবিধা বৃদ্ধি করা । বর্তমানে কৃষকের উপকারের চেয়ে ক্ষতির লক্ষ্যনই বেশি দেখা গেছে । যত্রতত্র বালু উত্তোলনের ফলে বিপদ গামী হয়ে পড়ছে পরিবেশ আশে পাশে শতাধিক পরিবার বাড়ি ঘরে ভাঙ্গন হয়ে বিটা বিহীন হয়ে যাচ্ছে । আবাদে জমিতে বালুর টিলায় পরিনিত হয়েছে । কৃষকরা কৃষি উৎপাদনে বিপুল পরিমাণ ফসল থেকে বঞ্চিত হচ্ছেন ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.