পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : পাবনায় সহকারী শিক্ষকদের গ্রেড বৈষম্য হ্রাস করে অচিরেই ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।  রবিবার দুপুরে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম বাস্তবায়ন সমন্বয় পরিষদ পাবনার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা এ দাবি তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক মেহেদী হাসান, শিমুল, আতিকুল ইসলাম, ইমরান হোসেন, নওরীন প্রমুখ।

শিক্ষক বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাপকভাবে সাধিত হলেও শিক্ষকদের জীবনমানের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ সহকারী শিক্ষকদের বেতন তেমনটা বাড়েনি।
তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্য হ্রাসে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের বেতন একই গ্রেডে দিয়ে আসছিলেন। তবে ১৫ আগস্টের কালরাত্রের পর দেশে সামরিক শাসন জারি হলে শিক্ষকদের মধ্যে প্রথম বৈষম্য নিয়ে আসেন তারা। এর পর থেকেই সহকারী শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়ে আসছে। মানববন্ধনে প্রায় দুই শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.