সাতক্ষীরায় সরকারী ও বেসরকারী বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

0

রিজাউল করিম সাতক্ষীরা: শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারী ও বেসরকারী বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুস্তম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিশ^জিৎ রায়।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবু অজয় কুমার ঘোষ, আব্দুল হক, বাবু অলক কুমার ঘোষ, মাধবী রানী মন্ডল, আব্দুল কালেক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। আসন্ন ঈদের পূর্বেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়াও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে । স্বীকৃতি প্রাপ্ত সকল সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ করতে হবেসহ ১১দাবি তুলে ধরেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.