এস.এম.জি ফুড, কসমেটিকস্ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর কারখানাতে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক‘কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-১২

0

নিজস্ব প্রতিনিধি : এস.এম.জি ফুড, কসমেটিকস্ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর কারখানাতে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক‘কে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করেছে র‌্যাব-১২ ।  আজ ২৪ সেপ্টেম্বর  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের আভিযানিক দল কৃর্তক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সিনিঃ সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে এবং সহকারী পরিচালক (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা) মোঃ আব্দুস সালাম এর উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন শালগাড়িয়া, ৪৬/২ খাঁ পাড়া এস.এম.জি ফুড, কসমেটিকস্ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত কারখানার মালিক মোঃ মাহাবুবুল আলম (৪৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- শালগাড়িয়া (শাপলা প্লাষ্টিক মোড়), জেলা- পাবনাকে অবৈধভাবে ক্ষতিকারক কেমিক্যাল এসএস পাউডার ও স্যাকারিন ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্রুট সিরাপ উৎপাদন ও বাজারজাত করণের দায়ে দোষী সাব্যস্থ করিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪,৪২,৪৩ ধারায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও কারখানা থেকে ক্ষতিকারক কেমিক্যাল এসএস পাউডার ও স্যাকারিন জব্দ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.