র‌্যাব-১২ বগুড়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে চোলাইমদ উদ্ধারপূর্বক প্রত্যেককে ০৬ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা প্রদান

0

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১২ বগুড়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে চোলাইমদ উদ্ধারপূর্বক প্রত্যেককে ০৬ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা প্রদান । র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৫৩০ ঘটিকা হতে ১৮৩০ ঘটিকা পর্যন্ত স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং জনাব জিএম রাশেদুল ইসলাম ও জনাবা ফেরদৌস আরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াগণের সহযোগিতায় একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনিক ২৫ ধারা ভঙ্গের অপরাধে ১। মোঃ আরিফ (২২), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং-গন্ডগ্রাম, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ২। মোঃ পারভেজ শেখ (৩২), পিতা-আবু সাঈদ, সাং-নারুলী এবং ৩। মোঃ পিন্টু (৪৫), পিতা-মৃত নমির উদ্দিন মোল্লা, সাং-কৈগাড়ী, উভয় থানা ও জেলা বগুড়াদের‘কে ২ লিটার চোলাইমদ উদ্ধারপূর্বক প্রত্যেককে ০৬ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদীদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয় এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাইমদ ধ্বংস করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.