পাবিপ্রবির ৫০তম আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনারে খ্যাতিমানদের মিলনমেলা

0
পাবিপ্রবি প্রতিনিধি : পাবিপ্রবির ৫০তম আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনারে খ্যাতিমানদের মিলনমেলা । আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭:০০ ঘটিকা এবং ভারতীয় সময় সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)-এর পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে হয়ে গেলো ৫০তম আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার। উক্ত ওয়েবিনারের ৫০তম পর্ব উপলক্ষ্যে “বাঙালি বিখ্যাত পদার্থবিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বক্তৃতা ২০২০” শিরোনামে বিখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে একটি বিশেষ ওয়েবিনার ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। উক্ত স্মারক বক্তৃতায় আরো বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-
১। ড. প্রদীপ দেব, আর.এম.আই.টি, অস্ট্রেলিয়া। কথা বলেছেন,“সত্যেন্দ্রনাথ বসুর সংক্ষিপ্ত জীবনী ও বিদেশে তার বিজ্ঞান চর্চা” প্রসঙ্গে।
২। ড. গৌতম গঙ্গোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারত।কথা বলেছেন, “কলকাতায় সত্যেন্দ্রনাথ বসু” প্রসঙ্গে।
৩। ড. গোলাম মোঃ ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।কথা বলেছেন, “ বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর জীবন ও বিজ্ঞান চর্চা”প্রসঙ্গে।
৪। ড. সোমক রায়চৌধুরী, আই.ইউ.সি.এ.এ., ভারত।কথা বলেছেন, “পদার্থবিজ্ঞানে সত্যেন্দ্রনাথ বসুর অবদান” প্রসঙ্গে।
৫ । ড. জীবন পোদ্দার, বুয়েট, বাংলাদেশ। কথা বলেছেন, ”বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান” প্রসঙ্গে।
৬। ড. পার্থ ঘোষ, পদার্থবিজ্ঞানী, লেখক, দার্শনিক এবং সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র, কলকাতা। কথা বলেছেন, “সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে তাঁর ব্যক্তিগত স্মৃতিকথা” প্রসঙ্গে। এই আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই মুহূর্তে ওয়েবিনার এর বিকল্প নাই। আমরা অত্যন্ত গর্বিত যে পদার্থ বিজ্ঞান বিভাগ প্রতিনিয়ত দেশ বিদেশের খ্যাতিমান বিজ্ঞানীদের নিয়ে ওয়েবিনার চালিয়ে যাচ্ছেন। এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ সকলেই উপকৃত হচ্ছেন। এরই মধ্যে দিয়ে বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে আমাদের শির্ক্ষাথীরা নিশ্চয় সাফল্য বয়ে আনবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়াও এই আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ বলেন, করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এই প্যানডেমিক সিচুয়েশন কবে যাবে সেটা আমরা জানি না। এই বাস্তবতায় পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশও অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা সম্ভব হচ্ছে তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অভুতপূর্ব উন্নতির কারণে। একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করোনা কালে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেবল তাই নয়, বিশেষত পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. প্রীতম কুমার দাস যে সিরিজ ওয়েবিনারের উদ্যোগ নিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এজন্য তাকে এবং স্বনামধন্য গেস্ট বক্তা, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, শ্রোতাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ডিজিটাল শিক্ষার যুগে, আমি বিশ্বাস করি সকল পর্যায়ের শেখার উপকরণগুলো সহজেই বোধগম্য, উপভোগ্য এবং আনন্দদায়ক হওয়া বাঞ্ছনীয়। পড়াশোনা সবসময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয় বরং নীতিবান, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ গড়তে যেসব শিক্ষা দরকার তার প্রয়োজনীয়তা অনেক।
করোনাকালীন বাস্তবতায় শিক্ষাকার্যক্রম পরিচালনায় আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি, এটি সম্ভব হতো না যদি ২০০৮ সালে বর্তমান সরকার আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন না দেখাতো। এই জন্যই যে কোনো দেশের উন্নয়নে ভিশনারি পলিটিক্যাল লিডার গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র ভিশনারি নেতৃত্ব গুণেই লক্ষ্য ও উদ্দেশ্যকে স্থির করে। দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের সাহায্যেই উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। বর্তমান বাংলাদেশের সরকারি বেসরকারি প্রায় শতভাগ অফিস আদালতের কাজে তথ্য-প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন পলিটিক্যাল লিডার। তাঁর দূরদর্শনই বর্তমান বাংলাদেশের শক্তি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও বাঙালি জাতিকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ও বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে তাঁর যে শিক্ষা ভাবনা ছিল, সেই শিক্ষাব্যবস্থাকে শতভাগ তথ্য-প্রযুক্তি নির্ভর করা এখন সময়ের দাবি- যেমনটা জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন। এই আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার এর সঞ্চালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. প্রীতম কুমার দাস বলেন, মৌলিক বিজ্ঞানের পড়ালেখা ও গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং এই বিশ্ব করোনা মহামারীর সময়ে ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার মধ্যে রাখার জন্য আমরা এই ওয়েবিনার গুলোর আয়োজন করে যাচ্ছি। এই ওয়েবিনার গুলোর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হচ্ছে এবং তারা নতুন নতুন গবেষণা সম্পর্কে জানতে পারছে। এই আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার আয়োজনে সহযোগিতার জন্য স্বনামধন্য গেস্ট বক্তা, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, শ্রোতাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উল্লেখ্য,ওয়েবিনারটি সম্প্রচারিত হয় “Physics_আড্ডা” ফেসবুক পেজ ও “Pretam Kumar Das” ইউটিউব চ্যানেল থেকে।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.