সাতক্ষীরায় ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় কৃর্তক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
রিজাউল করিম সাতক্ষীর প্রতিনিধি: সাতক্ষীরায় ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় আঢ্য কৃর্তক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকালে ব্রক্ষরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিককের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এস.এম. শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো.শাহাজান আলী, এহসান বাহার বুলবুল, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলাউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, সাবেক ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় বর্তমানে সেচ্ছাসেবকলীগের সাথে যুক্ত হয় কিভাবে? যখন বাবু নিলীপ কুমার মল্লিককে মারা হলো আপনার কেন সাথে প্রতিবাদ করা হয়নি? দলে হাইব্রিড ঢুকে গেছে। কিভাবে ছাত্রদলের ক্যাডার হয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে উঠাবসা করে। আমরা সকলে একটি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদলের সাবেক ক্যাডার মৃত্যুঞ্জয়কে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংঠনের আজীবন তাকে দলে কোন জায়গা হবে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিকের মারধর ও লাঞ্ছিত করায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামীগের নেতৃবৃন্দ।