গাংনী পৌরসভায় সুপেয় পানি সরবরাহে ১৪ কোটি টাকার প্রকল্পের কাজের উদ্বোধন

0

মেহেরপুর প্রতিনিধি : প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হয়েছে। পানি শোধনাগার, ওভারহেড ট্যাঙ্ক, টেস্ট টিউবওয়েল ও পাম্প হাউজসসহ এ প্রকল্পের বিভিন্ন নির্মান কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর-২(গাংনী)আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বুধবার দুপুরে পৌরসভা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নাজমুল হুদাসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ১৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে জিওবি, বিশ^ব্যাংক, এআইআইবি’র অর্থায়েন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। আগামি ১৮ মাসের মধ্যে নির্মান ও পাইন লাইন সরবরাহের কাজ সম্পন্নের মধ্য দিয়ে গাংনী পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির দাবি বাস্তবায়িত হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.