ঈদ উপহার হিসেবে পাবনা সদরে ৪৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

0

পাবনা প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে পাবনা সদর উপজেলায় ৪৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর।
আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পাবনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলার ৪৭ টি গৃহহীন পরিবার কে চাবি ও ২ শতাংশ জমির দলিল হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসব ঘরে বিদুৎ, রাস্তা, স্যানিটারি, পানিসহ সব সুবিধার ব্যবস্থা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.