পাবনার মালঞ্চিতে প্রায় দেড় কোটি টাকার রাস্তা মেরামত কাজের উদ্বোধন

0

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। আজ ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে  ইউনিয়নটির গজমতিকুন্ডা ডিপ টিউবওয়েল হতে পার গোবিন্দপুর জিসিএস রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কাশেম ,হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, মালঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.