পাইকগাছায় দুই ইউপি সদস্যের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

0

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপিতে সরকারি পুকুরের মাছ চুরি, ভয়ভীতি দেখানো সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব ভবনে উপজেলার গদাইপুর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য শেখ হারুন আর-রশীদ হিরু ও ৮নং ওয়ার্ড সদস্য আনিছুর রহমান-দ্বয় সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ হারন-আর রশীদ বলেন, সরকারী পুকুরে মাছ মারা কে কেন্দ্র করে, গদাইপুর গ্রামের মৃত্যু দাউদ কারিকরের পুত্র সাবেক মেম্বার জবেদ আলী, শেখ আতাউর রহমান, কাজল ও মিজানুর রহমান টুটুল, ওয়ার্ড সদস্য-দ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ, জীবন নাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি আরও বলেন সাবেক ইউপি সদস্য জবেদ পিন, ম্যাগনেট ব্যবসা, চাঁদাবাজি সহ রাষ্ট্র ও সমাজ বিরোধী কর্মকান্ডে একাধিক মামলার আসামি।

ইউপি সদস্য থাকা কালিন তার বিরুদ্ধে অনেক দূর্নীতির অভিযোগ রয়েছে। আনিছুর রহমান বলেন, উপজেলার গদাইপুর গ্রামে জেলা পরিষদের সরকারি একটি পুকুর আছে জনস্বার্থে পিএসএফ স্থাপন করে ও জন সাধারণের জন্য উন্মুক্ত থাকে। যাহা পূর্বে ইজারা দেয়া হতো, পুকুরের আসে পাশের লোকজন পুকুরে মাছ ছাড়ে। ২৩/৪/২২তারিখ পুকুর থেকে মাছ মারছে এমন ঘটনা শুনে তারা ওয়ার্ড সদস্য-দ্বয় সেখানে যেয়ে দেখে চলে আসে, ওয়ার্ড সদস্য-দ্বয় কোন মাছ ধরে নাই, চুরি করে নাই। এঘটনা তাদের প্রতিদ্বন্ধী সাবেক দুই মেম্বার, সাবেক শিবির নেতা সহ অন্যদের নিয়ে তাদের সুনাম সুখ্যাতি ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করে আসছে। গত ৯/৫/২২ তারিখ পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবং থানায় জিডি করেছে বলে প্রচার দেওয়ার ফলে তাদের মানহানি করেছে। চুরির বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর। তারা ওয়ার্ড সদস্য-দ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে। সংবাদ সম্মেলনে উল্লেখিত সাবেক দু’ওয়ার্ড সদস্যসহ দুর্দান্ত প্রকৃতির লোকদের কর্মকাণ্ডে তাদের জানমাল, সুনাম-সুখ্যাতি এবং নিরাপত্তাহীন হয়ে পড়েছে। ওয়ার্ড সদস্য-দ্বয় প্রশাসনের নিকট এসব বিষয় তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.