জেনারেল হাসপাতালের দরপত্র নিয়ে অভিযোগে স্বাস্থ্য বিভাগের ঠিকাদারবৃন্দের সাংবাদিক সম্মেলন

0

স্টাফ রিপোর্টার : বিভিন্ন অনিয়ম দূর্নীতি অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সদ্য বিদায়ী সহকারি পরিচালক ডা: আবুল হোসেন ও জেলা মার্কেটিং অফিসার হুমায়ন কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য বিভাগের ঠিকাদারবৃন্দ। গতকাল পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজ্জাদ হোসেন সজল। তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন,সদ্য বিদায়ী সহকারি পরিচালক ডা: আবুল হোসেন সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) এর কোন তোয়াক্কা না করে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে জনৈক ঠিকাদারদেরকে হাসপাতালের আউট সোর্সিং জনবল,ক্লিনার,পথ্য ও মনোহারী দ্রব্যাদি সরবরাহের কাজ দেবার জন্য অপচেষ্টা করেছেন এবং পাবনা জেলা মার্কেটিং অফিসার হুমায়ন কবির যিনি সংশি¬ষ্ট ঠিকাদারদের গোপনে অর্থের বিনিময়ে বিএনপি নেতা জামান স্টোর এর মালিক শাহিনুজ্জামান গোলজার ও জামায়াত শিবির নেতা আমেনা টেডার্সের মালিক আব্দুল হালিম রানাসহ রাটফা টেড্রার্সের মালিক এর নিকট মার্কেট দর সরবরাহ করে এই দুর্নীতির সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি আরো বলেন,সম্প্রতি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহে পথ্য ও মনোহারী দ্রব্যাদি দরপত্র আহ্বান করেন। যার স্মারক নং – জে: হা:/পাব/ দরপত্র/ ২০২০/২১/১৭৩৬। যা সম্পূর্ণরুপে অন্যায় ও অবৈধ এবং সরকারি ক্রয় নীতি বিরোধী। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগের ঠিকাদারদের মাঝে আমিনুর রহমান বাদল, মাজেদ আলী সরকার, আনিসুর রহমান বাবু, কামরুল হাসান মানিক, সিহাব হোসেন রনি, কামরুজ্জামান রনি প্রমূখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উক্তর দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সেই সাথে এই অবৈধ সিদ্ধান্ত বাতিল ও সদ্য বিদায়ী সহকারি পরিচালক ডা: আবুল হোসেনের শাস্তির দাবি জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.