আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে- এমপি প্রিন্স
বিডি২৪ভিউজ ডেস্ক : পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, দলের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকা কে বিজয় করতে হবে। আজ দুপুরে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করবে পরবর্তীতে তাদের দলে কোন পদ থাকবে না। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আতিয়ার রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক হিরোকে হোসেন, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।